ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে ভ্রাম্যমান আদালতের জরিমানা

মতলব দক্ষিণে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক।

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণের বিভিন্ন হাট-বাজারগুলোতে ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করা হয়েছে। ১ মার্চ ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। অভিযানকালে মতলব সরকারি ডিগ্রি কলেজ রোডে অবস্থিত ৩টি দোকানে ভোজ্য তেলের বোতলের মূল্য মুছে অতিরিক্ত দামে বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত ৩ ব্যবসায়ীকে মোট ২০ হাজার জরিমানা আদায় করা হয়। এ সময় সঙ্গে ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়াসহ আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক জানান, এক শ্রেণীর ব্যবসায়ীরা পণ্যের গায়ের মূল্য মুছে বেশি দাম উল্লেখ করে বিক্রি করছে। এ ধরনের অভিযোগের প্রেক্ষিতে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে। এক্ষেত্রে ক্রেতাদেরকে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ