স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও বাজারে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে ৭ লিটার সয়াবিন তেল জব্দ ও ৩টি দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১২ মার্চ বিকেলে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। তিনি বলেন, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে মেয়াদোত্তীর্ণ ঘি জব্দ, অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় জরিমানা করা হয়েছে। এ সময় আইনÑশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ সঙ্গে ছিলেন।