স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ১২ জন অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর উপহার বিশেষ ডিজাইনের একতলা ভবন ‘বীর নিবাস’ নির্মাণ কাজ চলছে। ধারাবাহিকভাবে যেসকল অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধার দেশের কোথাও নিজের পাকা বাড়ি নেই তারা অগ্রাধিকার ভিত্তিতে “বীর নিবাস” এর উপকারভোগী নির্বাচিত হয়েছেন। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই নির্মাণ কাজ সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে। গত ২৬ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক এই নির্মাণ কাজ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।