স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে উপজেলায় বিনামূল্যে সার, বীজ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণ এর শুভ উদ্বোধন করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। ৮ নভেম্বর বিকেলে উপজেলা পরিষদে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবু হানিফের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য এডঃ নুরুল আমিন রুহুল, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, এএসপি সার্কেল ইয়াসির আরাফাত, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল গোস্বামী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান মবিন সুজন, মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া প্রমুখ। অনুষ্ঠানে ২০২১-২২ অর্থ বছরে রবি/২০২২ মৌসুমে ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ ও কম্বাইন্ড হারভেস্টার বিতরণ করা হয়।