স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় শোভাসঙ্গীতায়ন ও রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয়েছে। ১৪ মার্চ রাতে বসন্ত উৎসব প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শোভাসঙ্গীতায়নের প্রতিষ্ঠাতা প্রভাষক দুলাল পোদ্দার। রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদলের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিল্পকলা একাডেমীর সদস্য সচিব আব্দুর রহিম খান, শিল্পকলা একাডেমীর সদস্য দেওয়ান মোঃ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফারুক আহমেদ, সহকারী শিক্ষা অফিসার সেলিনা আক্তার, মোঃ মজিবুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথিকে উত্তরীয় পরিয়ে দেন প্রভাষক দুলাল পোদ্দার। পরে শোভাসঙ্গীতায়নের শিল্পীরা বসন্ত উৎসবের সংগীত পরিবেশন করেন।