স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এটুআই-এর সহযোগিতায় দিনব্যাপী সরকারি দপ্তরের সকল কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে ‘তথ্য বাতায়ন হালনাগাদ বিষয়ক প্রশিক্ষণ’ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা ২ জানুয়ারি ভার্চুয়ারি উদ্বোধন করেন এটুআই প্রকল্প পরিচালক ও যুগ্মসচিব ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবীর। উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক। কর্মশালায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।