ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজ এগিয়ে চলছে

মতলব দক্ষিণে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজ পরিদর্শন করছেন উপজেলা চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ ও উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক।

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণে ৮ কোটি ৫৮ লক্ষাধিক টাকা ব্যয়ে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের নির্মাণ কাজ এগিয়ে চলছে। মতলব দক্ষিণে বাস্তবায়নকারী সংস্থা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর-এর অর্থায়নে এ ভবনের নির্মাণ কাজ চলছে। উপজেলা কমপ্লেক্স সম্প্রসারণ প্রকল্প ২য় পর্যায়ের প্যাকেজ নং ইইউসিপিডাব্লিউ-১৫৪ এর আওতায় ২০২১-২০২২ অর্থ বছরে প্রকল্পের প্রাক্কলিত মূল্য ৮ কোটি ৭৬ লাখ ৪৪ হাজার ১শ’ ১৪ টাকা ৭৭ পয়সা। চুক্তিমূল্য ৮ কোটি ৫৮ লাখ ৫২ হাজার ৪শ’ ২৩ টাকা ৮ পয়সা। কাজটি শুরু হয়েছে ২০২১ সালের ১লা ডিসেম্বর। কাজটি সম্পন্ন হওয়ার কথা রয়েছে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি। ঢাকার বাড্ডা মেসার্স এম.ডব্লিউ.এইচ এন্টারপ্রাইজ নাম ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি করছে। কাজটির সার্বক্ষণিক তদারকির মাধ্যমে বাস্তবায়ন করছেন মতলব দক্ষিণ উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার। গত ২২ ফেব্রুয়ারি ভবণের লে-আউট ও পাইল নির্মাণ কাজের গুণগত মান পর্যবেক্ষণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক, উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। উপজেলা প্রকৌশলী মোঃ জাকির হোসেন মজুমদার জানান, উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবনের কাজটি চুক্তি মোতাবেক বাস্তবায়নের জন্য তদারকি করছি। কাজের গুণগত মান বজায় রেখে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি সম্পন্ন করতে আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ