স্টাফ রিপোর্টার : ‘মুজিব বর্ষের সফলতা, ঘরেই পাবেন সকল ভাতা’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে জাতীয় সমাজসেবা দিবস ২ জানুয়ারি পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, ভাতা বই বিতরণ ও সুবর্ণ নাগরিক কার্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান মুবিন সুজন, ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) মোঃ মহিউদ্দিন মিয়া, উপজেলা শিক্ষা অফিসার নাজমুন নাহার, উপজেলা মৎস্য কর্মকর্তা সাখাওয়াত হোসেন। এছাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ১০ জন প্রতিবন্ধী ব্যাক্তিকে ত্রাণের কম্বল প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।