স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য নির্বাচনের প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং এবং পোলিং অফিসারদের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। গত ২২ ও ২৩ নভেম্বর দু’দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের নির্বাচন সংশ্লিষ্ট আইন, বিধি-বিধান এবং সংশ্লিষ্ট কার্যক্রম সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। এ সময় আরো বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, উপজেলা নির্বাচন অফিসার আবু জাহেদ ভূঁইয়া, থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়াসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।