স্টাফ রিপোর্টর : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস যথাযোগ্য মার্যাদায় পালন উপলক্ষে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৯টায় মানববন্ধন, অংশগ্রহণে বিভিন্ন সরকারি দপ্তর, রাষ্ট্রয়াত্ব সংস্থার প্রতিনিধি, দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ, বিএনসিসি, গার্লস গাইড এবং স্কাউটসের সদস্যবৃন্দ, পিকেএসএফের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিবৃন্দ। সকাল ১০টায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভার আলোচ্য বিষয় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের পেক্ষাপট এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রয়োজনীয়তা বিষয়ক আলোচনা। দিবসটি পালনকল্পে ১২ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা হক।