ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে তিন কেজি গাঁজাসহ আটক ২

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে তিন কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। ৩ ডিসেম্বর শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা যায়, উপজেলার উত্তর বাড়ৈগাঁও গ্রামের বাবুল ভূঁইয়ার ছেলে রবিউল (২৫) ও মনির ভূঁইয়ার ছেলে জহির ভূইয়া (২৬) এলাকায় মাদক বিক্রি করে আসছে। মাদক বিক্রির জন্য রবিউল তার পরিবার নিয়ে বাড়ৈগাঁও গ্রামের জনৈক শফিকের মালিকানাধীন টিনশেড ঘর ভাড়া নিয়ে বসবাস করে।

অভিযানের রাতে পুলিশ সেই টিনশেড ঘর থেকে তিন কেজি গাঁজাসহ তাদের দুজনকে হাতেনাতে আটক করে। মাদকবিরোধী অভিযানে থানার এসআই হাবিবুর রহমান ও এএসআই শামসুদ্দিন ভূঁইয়াসহ সঙ্গীয় ফোর্স উপস্থিত ছিলেন।

থানার ওসি মোঃ মহিউদ্দিন মিয়া জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। আজ (শনিবার) তাদের চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ