ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে ড্রেজার জব্দ

স্টাফ রিপোর্টার : মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের উত্তর উপাদী গ্রামে কৃষি জমিতে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলনের দায়ে ড্রেজার জব্দ করা হয়। ৩১ অক্টোবর এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া। এ সময় ড্রেজারের মালিককে খুঁজে না পাওয়ায় ভ্রাম্যমান আদালত ড্রেজার জব্দ করার পর তা বিনষ্ট করে। একই সাথে ড্রেজারের পাইপগুলো ধ্বংস করে রাখে। সঙ্গে ছিলেন ইউনিয়ন ভূমি কর্মকর্তাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া জানান, উপজেলার ফসলি জমি রক্ষার্থে উপজেলা প্রশাসন কর্তৃক মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ