স্টাফ রিপোর্টার : বাজার নাম শুনলেই আমরা মনে করি সেখানে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। কিন্তু চাঁদপুরের মতলব দক্ষিণের কিছু কিছু বাজারে বসে শুধু কবুতরের হাট। বাজারের নির্দিষ্ট একটি স্থানে প্রতিহাটবারে বসে বিভিন্ন প্রজাতির কবুতরের হাট। দেশি-বিদেশি প্রজাতির কবুতর মতলব দক্ষিণ উপজেলা ও আশেপাশের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও সৌখিন কবুতরের পালনকারীরা এসব বাজারে আসে বিভিন্ন জাতের কবুতর ক্রয়-বিক্রয় করে। উপজেলার নায়েরগাঁও, নারায়ণপুর, মুন্সীরহাট বাজার জমজমাট কবুরের হাট। প্রতি শনিবার ও মঙ্গলবার হাটের দিন। বাজারের ক্রেতা, বিক্রেতা ও স্থানীয়রা জানায়, এই অঞ্চলের সবচেয়ে বড় কবুতর কেনাবেচার বাজার হচ্ছে এই তিনটি। এখানে সর্বনিন্ম ৩৫০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দামের কবুতর পাওয়া যায়। মাঝে মাঝে এর চেয়েও বেশি দামের কবুতর বাজারে উঠে। হাটের দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত কেনাবেচা চলে এসব বাজারে। মতলব ও এর আশপাশের বিভিন্ন এলাকা থেকে লোকজন কবুতর নিয়ে এসব হাটে আসেন। ক্রেতা ও বিক্রেতারা জমায়েত হতে থাকলেও মূলত দুপুরের পর থেকে এই হাটে বেচাকেনা বাড়তে থাকে। একদিকে যেমন বাজারে বিভিন্ন ব্যক্তি আসেন তাদের পোষা কবুতর বিক্রি করতে, একইভাবে পাইকার বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন এই হাটে। এখানে কবুতর ছাড়াও রাজাহাঁস, দেশী মুরগী, দেশী হাঁস বিক্রি হয়। ক্রেতা সোলেমান মিয়া জানান, দীর্ঘ অনেক বছর যাবৎ কবুতর পালি। আজকে এক জোড়া কবুতর কিনেছি। তবে কবুতর পালন করা একটি শখের বিষয়। বিক্রেতা রাজা মিয়া বলেন, অনেক বছর যাবৎ কেনা-বেচা করি। শনিবার আর মঙ্গলবার আসলেই নায়েরগাঁও বাজারে চলে আসি। আমার আয়টা বড় কথা নয়। শখ থেকেই ব্যবসার সাথে জড়িত।