ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণে অপপ্রচার বিরোধী সংগীত

অপপ্রচার বিরোধী সংগীত পরিবেশন করছেন শিল্পীরা।

সটাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় জেলা তথ্য অফিসের আয়োজনে অপপ্রচার বিরোধী সংগীত প্রচার অনুষ্ঠান ৮ মার্চ বেলা ১২টায় মতলব সেতুর টোল প্লাজা সম্মুখে অনুষ্ঠিত হয়। ৫ সদস্যের একটি সংগীত পরিবেশনকারী দল অপপ্রচার বিরোধী সংগীত পরিবেশন করেন। এ সময় গান ও বাদ্যের তালে তালে সংগীত পরিবেশক দলের বাদক ও গায়করা অপপ্রচারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন। সংগীত পরিবেশনকালীন সময় অনুষ্ঠানস্থল ও আশপাশের লোকে লোকারন্য হয়ে যায়। জেলা তথ্য অফিসার মোঃ মনির হোসেন জানান, তথ্য মন্ত্রণালয় ও গণযোগাযোগ অধিদপ্তরের উদ্যোগে তৃণমূল পর্যায়ের মানুষকে সচেতন করার জন্য ৫ সদস্যের একটি সংগীত দল জেলার প্রত্যেকটি উপজেলায় অপপ্রচার বিরোধী সংগীত প্রচার করছে। এই সংগীত টিমের রয়েছেন সংগীতশিল্পী বাবুল পাটওয়ারী, আবুল কাশেম শিকারী, নাছির উদ্দিন, আবুল হোসেন ও আমির হোসেন। সংগীত পরিবেশনের মাধ্যমে জনগণকে উদ্বুদ্ধ করার পাশাপাশি, সংশ্লিষ্ট বিষয়ে কথামালাও প্রচার করা হচ্ছে।

সর্বশেষ - চাঁদপুরমতলব দক্ষিণ

জনপ্রিয় - চাঁদপুরমতলব দক্ষিণ