স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর গ্রামের জব্বার প্রধানীয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য মোঃ হোসেন প্রধানিয়াকে কম্বল প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএও) ফাহমিদা হক। ২ ডিসেম্বর তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মাঝে ৫টি কম্বল, শুকনো খাবার ও কৃষি কাজের জন্য সরিষার বীজ এবং অন্যান্য কৃষি সহায়তায় প্রদান করেন। এ সময় সঙ্গে ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আবু হানিফ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। গত ৩০ নভেম্বর ভয়াবহ অগ্নিকাণ্ডে বাড়ি-ঘরসহ সবকিছু ভস্মিভূত হয়ে যায়।