ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব দক্ষিণের ৭টি মাদ্রাসার পাসের হার ৯৯.২৫%

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৭টি মাদ্রাসার আলিম পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ৭টি মাদ্রাসার পাসের হার ৯৯.২৫%। মতলব দারুল উলুম ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৬৪ জন। পাস করেছে ৬৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাসের হার শতভাগ। কালিয়াইশ ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২৪ জন। পাস করেছে ২৪ জন। পাসের হার শতভাগ। নওগা রাশেদিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ২০ জন। পাস করেছে ২০ জন। পাসের হার শতভাগ। ঘিলাতলী সামাদিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫৫ জন। পাস করেছে ৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ১ জন। পাসের হার শতভাগ। নন্দিখোলা ফাজিল ডিগ্রি মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ১১ জন। পাস করেছে ১১ জন। পাসের হার শতভাগ। খর্গপুর ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৩৯ জন। পাস করেছে ৩৮ জন। জিপিএ-৫ পেয়েছে ৪ জন। পাসের হার ৯৮.২১%। কাচিয়ারা জামালিয়া ফাজিল মাদ্রাসা থেকে মোট পরীক্ষা দেয় ৫৬ জন। পাস করেছে ৫৫ জন। জিপিএ-৫ পেয়েছে ২ জন। পাসের হার ৯৮.২১%।
সবমিলিয়ে অন্যান্য বছরের তুলনায় এবারের মাদ্রাসাগুলোর ফলাফল অত্যন্ত সন্তোষজনক। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান এ তথ্য নিশ্চিত করেছেন।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ