স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলবগঞ্জ জেবি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বীর মুক্তিযোদ্ধা মোঃ জয়নাল আবেদীন (৭০) গত ৫ নভেম্বর রাত ১১টা ৪০ মিনিটে মতলব পৌরসভার দগরপুর গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে…………. রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা ৬ নভেম্বর বাদ জোহর দগরপুর আঃ গনি হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। নামাজে জানাজা শেষে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোঃ জয়নাল আবেদীনকে গার্ড অব অর্নার প্রদান করা হয়। শেষ শ্রদ্ধা জানান সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, ওসি তদন্ত মফিজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন প্রধান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার বশির উল্লাহ সরকার, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালসহ মুক্তিযোদ্ধাবৃন্দ। নামেজের জানাজায় এলাকার শত শত মুসল্লিগণ অংশগ্রহণ করেন। পরে রাষ্ট্রীয় মর্যাদায় লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এদিকে বীর মুক্তিযোদ্ধা শিক্ষক জয়নাল আবেদীনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহম্মেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, বিআরডিবির চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন মোঃ সুবন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোটাঃ শ্যামল চন্দ্র দাস, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদসহ দলীয় নেতৃবৃন্দ। উল্লেখ্য, গত দু’বছর পূর্বে তিনি স্ট্রোক করে দীর্ঘদিন অসুস্থতায় ভুগছিলেন।