স্টাফ রিপোর্টার : মতলব উত্তর থানা পুলিশ অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। গত ২৮ অক্টোবর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামালের নির্দেশে ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদের তত্ত্বাবধানে মতলব উত্তর থানায় এসআই মোঃ মিজানুর রহমান, মোঃ মনিরুল ইসলাম, মোঃ আব্দুল আউয়ালসহ সঙ্গীয় পুলিশ সদস্যদের সহযোগীতায় মাদক ব্যবসায়ী আবুল হোসেন প্রধান প্রকাশ লেদু (৫০), পিতা- মৃত বিলায়েত আলী প্রধান, সাং- উত্তর ফতেপুর, থানা-মতলব উত্তর, জেলা- চাঁদপুরকে তার বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার ঘরে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ বিষয়ে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।