স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার নবনির্বাচিত ১৭ জন চেয়ারম্যানের শপথ চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। ১১ জানুয়ারি মঙ্গলবার শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ। মতলব দক্ষিণ উপজেলার ৪টি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যথাক্রমে-উপাদী উত্তর ইউনিয়নে শহীদ উল্লাহ প্রধান, উপাদী দক্ষিণ ইউনিয়নের মোঃ গোলাম মোস্তফা, নায়েরগাঁও উত্তর ইউনিয়নে মোঃ কামরুজ্জামান ও নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের আবদুস ছালাম মৃধা। মতলব উত্তরে ষাটনল ইউনিয়নের চেয়ারম্যান ফেরদাউস আলম সরকার, সাদুল্যাপুরে জেবায়ের আজিম স্বপন পাঠান, বাগানবাড়ি ইউনিয়নে আব্দুল্লাহ আল মামুন, কলাকান্দা ইউনিয়নে ছোবহান সরকার সুভা, গজরা ইউনিয়নে শহিদউল্লাহ প্রধান, সুলতানাবাদ ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক খোকন, ফতেপুর পূর্ব ইউনিয়নে আজমল হোসেন চৌধুরী, ফরাজীকান্দি ইউনিয়নে ইঞ্জিনিয়ার রেজাউল করীম, এখলাছপুর ইউনিয়নে মফিজুল ইসলাম ঢালী মুন্না, মোহনপুর ইউনিয়নে নৌকা প্রতীকের সামছুল হক চৌধুরী বাবুল, ফতেপুর পশ্চিম ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নূর মোহাম্মদ, ইসলামাবাদ ইউনিয়নে সাখাওয়াত হোসেন মুকুল, দূর্গাপুর ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মোকাররম হোসেন খান ওপেল। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার গাজী মোঃ শরীফুল হাসান, মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা হক। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।