স্টাফ রিপোর্টার : গত ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলার মোট ১৭টি ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের শপথ গ্রহণ অনুষ্ঠান আগামি ১১ জানুয়ারি চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। তবে ১১ জানুয়ারি মতলব উত্তর উপজেলার ১৩টি ইউনিয়নের নবনির্বাচিত মেম্বারদের শপথ গ্রহণ মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে। স্ব স্ব উপজেলা নির্বাহী অফিসারের অফিস সূত্রে জানা গেছে। মতলব দক্ষিণ উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ১১ জানুয়ারি ৪টি ইউনিয়নের নবনির্বাচিত (সাধারণ সদস্য ও সংরক্ষিত আসনের মহিলা সদস্য) মেম্বারদের শপথ গ্রহণ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হবে।