স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি সমুন্নত রাখার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৮ নভেম্বর সোমবার সকাল ১০টায় মতলব উত্তর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামছুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডঃ নূরুল আমিন রুহুল, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী মোঃ শরীফুল হাসান।