স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় অক্টোবর মাসের ২য় উঠোন বৈঠক গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় মহিলা সংস্থা কর্তৃৃক বাস্তবায়িত তথ্য আপাঃ প্রকল্প (২য় পর্যায়)-এর মতলব উত্তর উপজেলার তথ্যকেন্দ্র কর্তৃক আয়োজিত উঠোন বৈঠকটি অনুষ্ঠিত হয় ফতেপুর পূর্ব ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর লুধুয়া গ্রামের সরকার বাড়িতে। বৈঠকে আলোচনার বিষয়বস্তু ছিলো ‘নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষায় করণীয়’। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার গাজী শরিফুল হাসান। এ সময় বক্তব্য রাখেন জুনিয়র কনসালটেন্ট অফিসার ডাঃ মোঃ ইসমাইল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন তথ্য সেবা কর্মকর্তা, উত্তর লুধুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় মেম্বার, মহিলা ওয়ার্ড মেম্বার, ইউপি সচিব ও স্থানীয় নেতৃবৃন্দ, তথ্যসেবা সহকারী, মীনা দলের সদস্য এবং প্রশিক্ষণার্থীগণ।