ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলব উত্তরে ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুই মাদককারবারি আটক

চাঁদপুরের মতলব উত্তর থানা পুলিশের বিশেষ মাদক বিরোধী অভিযানে ২০০ গ্রাম গাঁজা ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই জন মাদক কারবারিকে আটক করা হয়েছে। রবিবার (৯ জানুয়ারি) সকালে উপজেলার শাখাড়ীপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়। আটককৃতরা হলো- মোঃ সোহেল খান (৩০), পিতা- সালাউদ্দিন, গ্রাম জামতলা নেদামদী, ও সবুজ প্রধান (৩১), পিতা-মৃত আসাদ প্রধান, গ্রাম- সানকি ভাংগা, মতলব উত্তর, চাঁদপুর।

অফিসার ইনচার্জ মুহাম্মদ শাহজাহান কামাল তত্ত্বাবধায়নে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাসুদ এর তদারকীতে মতলব উত্তর থানায় কর্মরত এসআই(নিঃ) পলাশ বড়ুয়া সঙ্গীয় ফোর্সসহ মতলব উত্তর থানাধীন ১২নং ফরাজীকান্দি ইউনিয়নস্থ শাখাড়ীপাড়া গ্রাম হইতে ২০০ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উক্ত মাদক ব্যবসায়ীদরে আটক করা হয়।

ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে একটি নিয়মিত মাদক মামলা রুজু করতঃ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর