স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনয়িনের ১নং ওয়ার্ডে অবস্থিত তিতারকান্দি গ্রামে দাসপাড়া সার্বজনীন শ্রীশ্রী মহাশ্মশান এবং মহাদেব ও কালীমাতার মন্দিরের ভিত্তিপ্রস্তর পূজা-অর্চনা ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে স্থাপন করা হয়েছে। ২মার্চ সকাল ১০টায় মহাশ্মশানের আনুষ্ঠানিকভাবে ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ মতলব উত্তর শাখার সাধারণ সম্পাদক রোটাঃ শ্যামল চন্দ্র দাস। পূজায় পৌরিহিত্য করেন তপন কুমার গাঙ্গুলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক মোঃ হারুনুর রশিদ প্রধান, ইসলামাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন, উপজেলা তাঁতী লীগের আহ্বায়ক মোঃ জালাল উদ্দিন খান, সার্বজনীন মহাশ্মশানের সদস্য খোকন চন্দ্র দাস, ফণী ভূষন দাস, প্রাণকৃষ্ণ দাস, সুভাষ চন্দ্র দাস, তপন চন্দ্র দাস, লিটন চন্দ্র দাস, সঞ্জয় চন্দ্র দাস, পিন্টু চন্দ্র দাস, আশীষ চন্দ্র দাস, শীতল চন্দ্র দাস, তারেক চন্দ্র দাস, প্রসনজিৎ সরকার, বিপুল দাস, সজল দাস, সুমন দাস, পলেন দাসসহ এলাকার ধর্মপ্রাণ নারী-পুরুষসহ শতাধিক ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপস্থিত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। মন্দির কমিটির সমন্বয়ক পিন্টু চন্দ্র দাস বলেন, তিতারকান্দি দাসপাড়া সার্বজনীন এই মহাশ্মশানে ধর্মীয় রীতি-নীতি অনুযায়ী সৎকার করা হবে। আমাদের দীর্ঘদিনের স্বপ্ন ছিলো এই এলাকায় একটি মহাশ্মশান স্থাপন। এলাকাবাসীর সহযোগিতায় বাস্তবায়ন হতে চলছে। মহাশ্মশানের উন্নয়ন কাজে জনপ্রতিনিধিসহ সমাজের বৃত্তবান ও দানশীল ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতা কামনা করছি।