ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার অনশন

স্টাফ রিপোর্টারঃ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর দিঘলদী গ্রামে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়ীতে প্রেমিকার ৪৮ ঘন্টা অনশন করেছে। গত ২৯ ও ৩০ জানুয়ারী ওই গ্রামের আবুল হোসেন প্রধানীয়া বাড়ীতে এ ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, উত্তর দিঘলদী গ্রামের আবুল হোসেন প্রধানীয়ার ছেলে নুর মোহাম্মদ নুরুর সাথে চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর গ্রামের বিল্লাল বেপারীর মেয়ে মুক্তা আক্তার (১৯) প্রায় ৭ মাস যাবৎ প্রেমের সম্পর্ক চলে আসছে। এছাড়া বিয়ের প্রলোভনে তাদের দুজনের মধ্যে শারিরীক সম্পর্ক গড়ে ওঠে। এক মাস যাবৎ প্রেমিকা মুক্তা বিয়ের প্রস্তাব দিলে প্রেমিক নুর মোহাম্মদ নানা ধরনের কথা বলে টালবাহানা শুরু করে দেয়। গত ২৯ জানুয়ারী সকাল ১০টায় বিয়ের দাবীতে মুক্তা আক্তার ছেলের বাড়ীতে এসে হাজির হয়।

এ বিষয়ে মুক্তা আক্তার বলেন গত সাত মাস আগে ঢাকায় এক অনুষ্ঠানে পরিচয় হয় নুর মহাম্মদের সাথে। সেখান থেকেই প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়। দুজনের মধ্যে সম্পর্ক গভীর হয়ে যায়। বিয়ের করবে বলে গড়ে ওঠে শারীরিক সম্পর্ক। গত একমাস যাবৎ তাকে বিয়ের কথা বললে নানা ধরনের অজুহাত দেখায় এবং এক পর্যায়ে বিয়ে করতে অস্বীকার করে। তাই সে বিয়ের দাবীতে ছেলের বাড়ীতে গিয়ে অনশন করে। মেয়েকে দেখে ছেলে বাড়ী থেকে পালিয়ে যায়।

নুর মোহাম্মদের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি।

স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র মামুন চৌধুরী বুলবুল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের অভিভাবকের সাথে কথা বলে বিয়ের বিষয়ে সমঝোতা করা হয়।

সর্বশেষ - উপজেলামতলব দক্ষিণ

জনপ্রিয় - উপজেলামতলব দক্ষিণ