ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে ঘরের তালা ভেঙে দুর্ধর্ষ চুরি, অর্থসহ স্বর্ণাকংকার লুট

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উত্তর নলুয়া(আশ্রাম) এলাকায় মুক্তিযুদ্ধা মরহুম ডাঃহাজী মোঃ হাবিবুল্লাহর বসত ঘরের তালা ভেঙ্গে  বৃহস্পতিবার রাতে  চুরির ঘটনা ঘটেছে। নগদ ৪০ হাজার টাকা  ও ৪ ভরি স্বর্ণালঙ্কার এবং কসমেটিক সামগ্রী চুরি করে নিয়ে যায় চোরের দল।

খবর পেয়ে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এছাড়া ৭নং ওয়ার্ডের   কাউন্সিলর পিন্টু সাহা ঘটনাস্থলে ছুটে যান। সরেজমিনে গিয়ে জানা গেছে, মুক্তিযুদ্ধা মরহুম হাজী মোঃ হাবিবুল্লাহ স্ত্রী ফাতেমা বেগম  ও তার প্রবাসী ছেলে রাসেলের স্ত্রী মিতু আক্তার  শিশু সন্তানকে নিয়ে বসবাস করছে। রাসেলের স্ত্রী মিতু বিগত প্রায় এক মাস আগে মতলব উত্তর উপজেলার গাজীপুর বাপের বাড়ীতে বেড়াতে যায়।তার মা বুধবার বিকালে ঘরের সবকটি দরজা বন্ধ করে তালা ঝুলিয়ে  বহরী গ্রামে বোনের বাড়ীতে যায়।

বৃহস্পতিবার সকালে রাসেলের ভাতীজা শান্ত দেখতে পায় তাদের ঘরের দরজা খোলা এবং তালা ভেঙ্গে ফেলেছে। তা দেখে চিৎকার দিলে বাড়ীর ও আসপাশের লোকজন চলে আসে।পরে ঘরের ভিতরে গিয়ে দেখতে পায় আলমিরা ও শোকেসের  তালা ভেঙে সবকিছু তছনছ করে ফেলে রেখেছে।

মুক্তিযোদ্ধার পুত্রবধূর মিতু আকতার ও পরিবারের লেকজন বলেন,নগদ ৪০ হাজার টাকা, ৪ভরি  স্বর্ণালঙ্কার  এবং বিদেশ থেকে পাঠানো মুল্যবান কসমেটিক সামগ্রীসহ প্রায় সাড়ে ৬ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে চোরের দল।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন মিয়া বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ হয়নি।তবে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ