স্টাফ রিপোর্টার : চাঁপদুরের মতলব দক্ষিণ উপজেলার খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা গ্রামে ইজিবাইক চুরির শোকে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেছেন আবুল বাশার (২৭)। পেশায় তিনি ইজিবাইক চালক। ঘটনাটি ঘটে গত ১১ মার্চ। আবুল বাশার পশ্চিম নাগদা গ্রামের মৃত মাওলানা কফিল উদ্দিনের ছেলে। জানা যায়, গত ৯ মার্চ রাতে নাগদা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন বাজারে গ্যারেজের তালা ভেঙ্গে তিনটি ইজিবাইক চুরি হয়। গাড়ি তিনটির মালিক মৃত আবুল বাশার, মৃতের বড় ভাই আবুল কালাম ও অপরটির মালিক আব্দুল মোতালেব মোল্লা। বড় ভাই হারুন জানান, এনজিও থেকে ঋণ নিয়ে বাশার ইজিবাইকটি ক্রয় করে। ইজিবাইকটি চুরির পর থেকে সে অসুস্থতাবোধ করে। বাড়ির পাশে একটি জমিতে গরুর ঘাস কাটতে গেলে ইজিবাইকের চিন্তায় আবুল বাশার হৃদরোগে আক্রান্ত হয়। প্রথমে মতলব ও পরে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন। ঢাকা নেয়ার পথেই আবুল বাশার দাউদকান্দি নামক স্থানে গেলে মৃত্যুবরণ করেন। আবুল বাশারের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পরিবারের লোকজন ও স্বজনরা শোকের মাতম। শিশু বাচ্চারা পিতাকে হারিয়ে নির্বাক, কথা বলতে পারছে না। পরে তার মরদেহ নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক দাফন করা হয়।