ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

মতলবে ইউপি নির্বাচন উপলক্ষে জেলা পুলিশের মতবিনিময় সভা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মতলব উত্তর ও মতলব দক্ষিণ থানার সকল বিট অফিসার ও দায়িত্বপ্রাপ্ত জেলা বিশেষ শাখার অফিসারবৃন্দের সহিত বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৬নভেম্বর (শুক্রবার) মতলব দক্ষিণ থানা প্রাঙ্গনে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ মিলন মাহমুদ বিপিএম (বার) এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় চাঁদপুর পুলিশ সুপার মো: মিলন মাহমুদ বিপিএম (বার) জানান, আসন্ন নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠ করার লক্ষ্যে উভয় থানার প্রত্যেক বিট অফিসার ও ডিএসবি কর্মকর্তার থেকে নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত নির্বাচনী এলাকার অভিমত সমূহে অবগত হয়ে তাৎক্ষণিক উক্ত বিষয়সমূহে ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেন । নির্বাচনী সকল বিধিনিষেধ মেনে প্রার্থীগণ নির্বাচনী প্রচারে অংশগ্রহন করবেন, কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্গন করে তাহার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পুলিশের সহকারি পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাতসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ