স্টাফ রিপোর্টার : উৎসবমূখর ও শান্তিপূর্ণ পরিবেশে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ১০ নভেম্বর সম্পন্ন হয়েছে। নির্বাচনে ১৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচিত হয়েছেন আল-মহসিন প্রধান (৬১৪), মোহাম্মদ ইকবাল হোসেন (৪৮৯), মিরান হোসেন (৪৭৫) ও মোঃ নাজমুল হক সরকার (৪৫৩)। অভিভাবক প্রতিনিধি পদে ৯জন প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে ৪জন প্রার্থী নির্বাচিত হয়েছেন। শিক্ষক প্রতিনিধি পদে ৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে এর মধ্যে ২ জন প্রার্থী নির্বাচিত হন। এরা মোঃ নূরুজ্জামান ও মোঃ মনির হোসেন। নির্বাচনে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সমবায় অফিসার মোঃ মোখলেছুর রহমান। নির্বাচন পর্যবেক্ষণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক, সহকারী কমিশনার (ভূমি) সেটু কুমার বড়ুয়া, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ মহিউদ্দিন মিয়া।