ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক দফাদারকে প্রাণনাশের হুমকি

স্টাফ রিপোর্টার : ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কর্তৃক দফাদারকে (গ্রাম পুলিশ) প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ে। অভিযোগ করেছেন দফাদার কবির বেপারী। তিনি লিখিত অভিযোগপত্রে উল্লেখ করেছেন ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি পদে নির্বাচনের তফসিল ঘোষণার পর কবির বেপারী মনোনয়ন সংগ্রহ করে দাখিল করতে গেলে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম রাজা বাধা প্রদান করে এবং অকথ্য ভাষায় গালমন্দ করে মনোনয়নপত্রটি বাতিল করেন। বিদ্যালয়ের সভাপতি ইউসুফ পাটওয়ারীর নির্দেশে এ ঘটনাটি ঘটিয়েছে বলে কবির বেপারী জোর দাবি করেন। কবির বেপারী বিদ্যালয়ের নির্বাচন স্থগিতসহ এই ঘটনার সুষ্ঠু বিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট প্রশাসনের বরাবরে লিখিত অভিযোগ করেছেন। এদিকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম রাজার সাথে এ বিষয়ে কথা বললে তিনি সঠিক উত্তর দেননি। তবে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর