ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ব্যবসায়ী হান্নানের মরদেহ নিয়ে সড়ক অবরোধ

চাঁদপুরে অপহরণের পর হত্যাকাণ্ডের শিকার ব্যবসায়ী হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে পরিবারের লোকজন ও এলাকাবাসী। মঙ্গলবার সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের তালতলা এলাকায় অবরোধ করেন বিক্ষুদ্ধ এসব জনতা।

সড়কে অবরোধ করায় শহরের দুই পাশের দীর্ঘ প্রায় ৪ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। এতে রোগীবাহী অ্যাম্বুলেন্স, স্কুল-কলেজগামী শিক্ষার্থীসহ সাধারণ মানুষ দুর্ভোগে পড়েন।

এ পরিস্থিতিতে অনেককেই পায়ে হেটে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।

এদিকে সড়ক অবরোধকারী বিক্ষুব্ধরা জানান, হান্নান মৃধাকে যারা অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছে তাদের খুঁজে বের করতে হবে। হান্নানের ভাতিজা সাগর মৃধা জানান, তার চাচাকে পরিকল্পিত হত্যা করা হয়েছে। আমরা পুলিশকে জানিয়েও তার বিচার পাইনি। এই হত্যাকান্ডের বিচার না হওয়া পর্যন্ত আমাদের বিক্ষোভ চলতে থাকবে। আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করছি।

অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) সুদীপ্ত রায় জানান, স্থানীয়রা যে দাবি নিয়ে সড়কে নেমেছে, তা তদন্ত করে অপরাধীদের খুঁজে বের করতে পুলিশকে সময় দিতে হবে। তিনি আরো জানান, পুলিশ জনগণের জন্যই কাজ করে। আমরা তদন্ত পূর্বক দোষীদের অবশ্যই আইনের আওতায় আনা হবে। তার জন্য সকলের সহযোগিতা করতে হবে।

উল্লেখ, গত ১ মার্চ হান্নান মৃধা তার শ্বশুরবাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যান। সেখান থেকে চাঁদপুর শহরের বিষ্ণুদী রোডে তার নিজ বাড়িতে ফেরার পথে নিখোঁজ হন তিনি। পরদিন ২ মার্চ চাঁদপুর মডেল থানায় নিখোঁজ জিডি করে পরিবার। এরপর ৬ মার্চ একটি নাম্বার থেকে এক লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে । এসময় টাকা নিয়ে হান্নান মৃধার স্বজনদের বেনাপোলে আসতে বলে । তাদের দাবি মতে প্রথমে ৫০ হাজার টাকা দেওয়া হয়। টাকা পাঠানোর পর তারা মুঠোফোনের নাম্বার বন্ধ করে দেয়। সর্বশেষ ১৩ মার্চ রোববার বেনাপোল সীমান্ত এলাকায় হান্নানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে হান্নানের পরিবার ও এলাকাবাসী বিক্ষোভ ও সড়ক অবরোধ শুরু করে।

মঙ্গলবার দুপুরে হান্নান মৃধার জানাজা শেষে তার মরদেহ পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর