ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বেনাপোল থেকে চাঁদপুরের ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুরে শ^শুরবাড়ি যাওয়ার পর থেকে নিখোঁজ হান্নান মৃধা (৩৭) নামের ব্যবসায়ীর সন্ধান মিলেছে যশোরের শার্শা থানা এলাকায়। সেখানে তাকে মৃত অবস্থায় পুলিশ উদ্ধার করে। হান্নান মৃধা চাঁদপুর পৌরসভার ১৫নং ওয়ার্ডের বিষ্ণুদী মৃধা বাড়ি এলাকার আবুল হোসেন মৃধার ছেলে। বিষ্ণুদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মুখে তার একটি স্টেশনারী দোকান রয়েছে।
পরিবারের সদস্যরা জানায়, গত ১৩ মার্চ সকাল ৯টায় যশোরের শার্শা থানা পুলিশ খবর পেয়ে একটি গাছে হান্নানের মরদেহ মাটিতে পা লাগানো অবস্থায় উদ্ধার করেছে। পরে তারা চাঁদপুরে হান্নানের বাড়িতে খবর দিলে দুপুর ১টায় হান্নানের লাশ আনতে যশোরের উদ্দেশ্যে রওনা দেয় পরিবারের সদস্যরা।
পরিবারের সদস্যরা আরোও জানায়, গত ১ মার্চ দুপুর ১টার দিকে হান্নান দোকান বন্ধ করে তার শ্বশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের প্রধানিয়া বাড়িতে শিশু পুত্র সন্তানকে দেখতে যায়। শ^শুর বাড়ি থেকে ফেরার পথে সে নিখোঁজ হয়।
জানা যায়, ৭ মার্চ রাত ৩টায় বেনাপোল থেকে অচেনা ব্যক্তিরা মোবাইলে কল দিয়ে নিখোঁজ হান্নান তাদের কাছে জিম্মি বলে জানায়। তাকে ফিরে পেতে মুক্তিপণ ১ লাখ টাকা চাওয়া হয়। হান্নানের ভাই ও আত্মীয়-স্বজনরা তাদের কথা বিশ্বাস করে নিখোঁজ হান্নানকে তাদের সাথে কথা বলতে বললে হান্নান কান্নাজড়িত কণ্ঠে বলেছিলো ভাই আমাকে বাঁচান। তারপর তারা চাঁদপুর মডেল থানায় একটি নিখোঁজ ডায়রি করেন।
এদিকে হান্নান মৃধা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক অবরোধ করেছে পরিবারের লোকজন ও এলাকাবাসী। ১৩ মার্চ দুপুরে প্রায় দুই ঘন্টা ধরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করে ।
পরিবার ও পুলিশ সূত্রে আরো জানা যায়, গত ১ মার্চ হান্নান তার শ্বশুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে যান। সেখান থেকে সে নিখোঁজ হয়। পরদিন ২ মার্চ চাঁদপুর মডেল থানায় নিখোঁজ জিডি করেন চাচাতো ভাই সজিব মৃধা ও নুর আলম মৃধা। এরপর ৬ মার্চ একটি নাম্বার থেকে এক লক্ষ টাকা মুক্তিপন দাবি করে। তারা যশোর জেলার বেনাপোলে আসতে বলে। আমরা টাকা জোগাড় করতে দেরি হওয়ায় অজ্ঞাতরা ৫০ হাজার টাকা দাবি করে।
পরে এলাকাবাসীর সহায়তায় ১১ মার্চ তাদের দেওয়া বিকাশের মাধ্যমে টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর পর তাদের নাম্বার বন্ধ করে দেয়। সর্বশেষ ১৩ মার্চ রোববার বেনাপোল সীমান্ত এলাকায় হান্নানের জুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
হান্নান অপহরণ ও হত্যার বিষয়ে চাঁদপুর সদর মডেল থানায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সর্বশেষ - চাঁদপুর

জনপ্রিয় - চাঁদপুর