চাঁদপুরের কচুয়ায় বিয়ের এক মাস পর শাহীনুর আক্তার (২৩) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে উত্তর নোয়াগাঁও গ্রামে স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শাহীনুর আক্তার কুমিল্লার চান্দিনা উপজেলার বল্লার চর গ্রামের হাজী মো. ইব্রাহিম খলিলের মেয়ে। প্রায় এক মাস আগে কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রহমত আলীর সঙ্গে তার বিয়ে হয়।
নববধূ শাহীনুর আক্তারের শাশুড়ি জয়ীগঞ্জের দাবি, সকালে কিস্তি দিয়ে বাড়িতে গেলে দরজা বন্ধ দেখতে পাই। পরে জানালা দিয়ে দেখি শাহীনুর আক্তার ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে ঝুলে আছে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঐ নববধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কচুয়া থানার ওসি মহিউদ্দিন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।