বিদেশ যাওয়ার ‘টাকা জমা দিতে’ চাঁদপুর থেকে ঢাকায় এসে বাসে ওষুধ বিক্রেতার দেওয়া ‘হালুয়া খেয়ে’ এক লাখ টাকা ‘খুইয়েছেন’ বাবা-ছেলে। এরা হলেন- মো. রাসেল (২২) এবং তারা বাবা বিল্লাল হোসেন (৬০)। তারা জ্ঞান হারিয়েছিলেন বলে জানিয়েছে পুলিশ।
শাহবাগ থানার ওসি মওদুত হাওলাদার বলেন, “তাদের দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে মিটফোর্ড হাসপাতাল পাঠানো হয়েছে।”
রাসেলের ভাষ্য, তাদের কাছে থাকা এক লাখ টাকা নিয়ে যায় অজ্ঞানপার্টির সদস্যরা। বিদেশ যাওয়ার জন্য ফকিরাপুলে একটি এজেন্সির অফিসে টাকা জমা দিতে তিনি বাবার সঙ্গে ঢাকায় এসেছিলেন। বুধবার সদরঘাট থেকে গ্যালাক্সি পরিবহন নামে একটি বাসে ফকিরাপুল যাওয়ার পথে এ ঘটনা ঘটে বলে জানান তিনি।
রাসেল বলেন, “বাসের মধ্যে এক ওষুধ বিক্রেতা হালুয়া খেতে দেন। সেই হালুয়া খাওয়ার পর আমরা অচেতন হয়ে পড়ি।” পরে গুলিস্তান গোলাপশাহ মাজার এলাকা থেকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এক অটোরিকশা চালক।