ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বার্সাকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রিয়াল

নতুন বছরের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনাকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে রিয়াল মাদ্রিদ। সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে অতিরিক্ত সময়ে বার্সেলোনাকে ৩-২ গোলে হারায় রিয়াল। এই জয়ে এল ক্লাসিকোর ইতিহাসে প্রথম দল হিসেবে ১০০ জয়ের স্বাদ পেল রিয়াল মাদ্রিদ।

ম্যাচের শুরু থেকেই বার্সাকে চাপে রেখেছিল রিয়াল। ২৫তম মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে লিড নেয় রিয়াল। তবে ৪১ মিনিটে বার্সেলোনার লুক ডি ইয়ংয়ের গোলে সমতা ফেরে।

দ্বিতীয়ার্ধের ৭২মিনিটে করিম বেনজেমা গোল করে এগিয়ে নেন লস ব্লাঙ্কোসদের। ৮৩ মিনিটে বার্সার আনসু ফাতি গোল পেলে আবার ফেরে সমতা। এই সমতা নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয় ২-২ গোলে।

ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। এরপর ৮ মিনিটের মাথায় ফেদেরিকো ভালভার্দের দুর্দান্ত এক গোলে এগিয়ে যায় রিয়াল। এরপরও হাল ছাড়েনি বার্সা। গোল শোধ করতে মরিয়া ছিলেন জাভির দল। কিন্তু শেষ পর্যন্ত ক্লাসিকোর জয়টা পেলো রিয়ালই।

 

সর্বশেষ - খেলাধুলা

জনপ্রিয় - খেলাধুলা