ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বাংলাদেশে পাকিস্তানের হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিল জেনোসাইড ওয়াচ

জেনোসাইড ওয়াচ ১৯৭১ সালে বাংলাদেশে পাকিস্তানি সামরিক বাহিনীর বাঙালি জনগোষ্ঠীর ওপর সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা, মানবতা বিরোধী অপরাধ এবং যুদ্ধাপরাধ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ গণহত্যাকে স্বীকৃতি দিতে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রতি প্রস্তাব গ্রহণেরও আহ্বান জানিয়েছে তারা।

গতকাল রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় এসব তথ্য জানিয়েছে। জেনোসাইড ওয়াচ জাতিসংঘের সদস্যদের বিশেষ করে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও পাকিস্তানকে গণহত্যার স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছে। জাতিসংঘের সদস্যদের প্রতি সংশ্লিষ্ট ফোরামে এ বিষয়ে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়ার আহ্বানও জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশে বর্বরতা চালানোর জন্য দায়ীদের মধ্যে যারা জীবিত আছেন তাদের আইনের আওতায় আনার আহ্বান জানানো হয়েছে।

গণহত্যা চালানোর জন্য বাংলাদেশকে ক্ষতিপূরণ দিতে পাকিস্তানের প্রতি অনুরোধ জানিয়েছে জেনোসাইড ওয়াচ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সম্প্রতি লেমকিন ইন্সটিটিউট ফর জেনোসাইড প্রিভেনশনও মুক্তিযুদ্ধের সময় বাঙালি জাতির ওপরে সংঘটিত অপরাধযজ্ঞকে গণহত্যা হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।

সর্বশেষ - আন্তর্জাতিকজাতীয়সারাদেশ

জনপ্রিয় - আন্তর্জাতিকজাতীয়সারাদেশ