ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বঙ্গোপসাগরে ১৮ ট্রলার ডুবি, নিখোঁজ ৩ জেলে

ঝড়ের কবলে পড়ে সুন্দরবনের দুবলারচর এবং বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায়  ১৮টি মাছ ধরার ছোট-বড় ট্রলার ডুবে গেছে। আর এই ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ রয়েছেন তিন জেলে। শুক্রবার রাত ১০টার দিকে ঝড়ের কবলে পড়ে ট্রলার ডুবির ঘটনা ঘটে। ট্রলারে থাকা শতাধিক জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারে সাহায্যে তীরে উঠতে পারলেও তিন জেলে নিখোঁজ রয়েছে।

বঙ্গোপসাগরের গভীরে আটটি এবং দুবলারচরের বিভিন্ন এলাকায় ১০টি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে। নিখোঁজ জেলেদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। সুন্দরবন বিভাগ এবং ফিসারম্যান গ্রুপ এই তথ্য নিশ্চিত করা হয়েছে।নিখোঁজ জেলেরা হলেন, বাগেরহাটের রামপাল উপজেলার শাহিন (৪০) ও মফিজুল (৩০) এবং খুলনার কয়রা উপজেলার চাকলা গ্রামের মিজান (৩৪)।  এদিকে ঝড়ের সাথে মুষলধারে বৃষ্টিতে দুবলারচরে জেলেদের দুই কোটি টাকা মূল্যের শুটকি মাছ নষ্ট হয়েছে। প্রায় ১০ হাজার জেলে শুটকি মৌসুমে দুবলারচরে মাছ শুকানোর কাজে অবস্থান করছেন।

সুন্দরবন পূর্ব বিভাগের দুবলারচর ফরেস্ট ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলাদ চন্দ্র রায় জানান, জেলেরা বঙ্গোপসাগর এবং দুবলারচরের বিভিন্ন এলাকায়ে মাছ আহরণ করছিলেন। শুক্রবার রাত ১০টার দিকে হঠাৎ করে প্রচণ্ড ঝড় ও বৃষ্টি শুরু হয়।

ঝড়ের কবলে পড়ে দুবলার চরের ৮ কিলোমিটারের মধ্যে ১০টি এবং দুবলারচর থেকে ৪৫ কিলোমিটার দুরে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় ৮টি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। এসময় ট্রলারে থাকা শতাধিক জেলে সাঁতরিয়ে এবং অন্য ট্রলারের সাহায্যে তীরে উঠতে সক্ষম হলেও তিন জেলে নিখোঁজ হয়।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুহাম্মদ বেলায়েত হোসেন জানান, নিখোঁজ জেলেদের উদ্ধারে বন বিভাগ, কোস্টগার্ড এবং স্থানীয় জেলেরা অভিযান চালাচ্ছে। বঙ্গোপসাগর এবং দুবলারচরের প্রায় ৪০ কিলোমিটার এলাকা জুড়ে উদ্ধার অভিযান চলছে। তবে শনিবার দুপুর পর্যন্ত নিখোঁজ ওই তিন জেলের সন্ধান মেলেনি।

কোস্টগার্ড দুবলা কন্টিনজেন্টের পক্ষ থেকে জানানো হয়, ট্রলার ডুবির পর কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে বঙ্গবন্ধুর চর এলাকা থেকে জীবিত অবস্থায় তিন জেলেকে উদ্ধার করেছে। এছাড়া তারা ডুবে যাওয়া দুটি ট্রলার শনাক্ত করেছে। নিখোঁজ জেলেদের সন্ধানে কোস্টগার্ড সদস্যরা অভিযান চালাচ্ছে বলে কোস্টগার্ডের পক্ষ থেকে বলা হয়েছে।

সর্বশেষ - জাতীয়প্রথমপাতাসারাদেশ

জনপ্রিয় - জাতীয়প্রথমপাতাসারাদেশ