ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফেসবুকে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল, এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

পড়ার সহপাঠির সাথে দীর্ঘ দিন প্রেমের সম্পর্ক গড়ে উঠায় ।প্রেমিক তাদের ঘনিষ্ট ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশ করে। সে কারনে লজ্জায় ক্ষোভে স্কুলছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।

সোমবার ১৫ নভেম্বর সকাল পৌনে এগারোটার দিকে পাবনার ফরিদপুর উপজেলার পুঙ্গলী ইউনিয়নের পাঁচ পুঙ্গলী গ্রামে এ ঘটনা ঘটে। আত্মহত্যার পথ বেছে নেয়া শিক্ষার্থী আকলিমা আক্তার আঁখি (১৭)। তিনি পাঁচ পুঙ্গলী গ্রামের আলাউদ্দিন মন্ডলের মেয়ে এবং এবারের এসএসসি পরীক্ষার্থীনি ছিলেন। আঁখির প্রেমিক অভিযুক্ত শিক্ষার্থী একই গ্রামের হেলাল উদ্দিনের ছেলে সাগর সরকার (১৮)।

পরিবারের বরাত দিয়ে ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, আঁখির বাবা দিনমজুর। তার জন্য খাবার নিয়ে যান মা বাইরে। এই ফাঁকে বাড়িতে একা থাকা অবস্থায় ঘরের আঁড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন আঁখি। খবর পেয়ে পুলিশ দুপুরে ওই বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পারিবারিক ও স্থানীয় সুত্র জানায়, পুঙ্গলী উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করা অবস্থায় সহপাঠি একই গ্রামের সাগরের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে আঁখির। তারা দু’জনেই এবছরের এসএসসি পরীক্ষার্থী। তাদের মধ্যে কোনো কিছু নিয়ে মনোমালিন্য দেখা দেয়। এই সুযোগে সহপাঠি প্রেমিক সম্প্রতি তাদের ঘনিষ্ট ছবি ফেসবুকে প্রকাশ করে। এতে লজ্জায়, ক্ষোভে আঁখি আত্মহত্যার পথ বেছে নিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ওসি মাসুদ রানা জনবাণীকে বলেন, তিনিও এমন কিছু বিষয় শুনেছেন। প্রতিবেশি এক ছেলের সাথে সম্পর্ক ছিল। দু’জনের একটি ছবি ফেসবুকে ছেড়ে দেয়া হয়েছে। এ কারণে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। তবে পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সর্বশেষ - সারাদেশ

জনপ্রিয় - সারাদেশ