ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে পানিতে ডুবে বাকপ্রতিবন্ধী যুবকের মৃত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে পুকুরের পানিতে পড়ে দেলোয়ার হোসেন খোকন (২০) নামে বাকপ্রতিবন্ধী এক যুবকের করুণ মৃত্যু হয়েছে। উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের চরপক্ষিয়া গ্রামের নেয়ামত উল্লাহ মিজি বাড়িতে বুধবার (২২ ডিসেম্বর) সকালে এ ঘটনা ঘটে। মৃত যুবক ওই গ্রামের আবুল খায়ের মিজির ছেলে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ দুপুরে তার মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহত দেলোয়ার হোসেন খোকনের ভাই ও স্থানীয় গ্রাম পুলিশের সদস্য মানিক জানায়, তার ভাই বাকপ্রতিবন্ধী ও মৃগি রোগী। বুধবার (২২ ডিসেম্বর) সকালে সে পুকুরে গোসল করতে নামে। এ সময় সে মৃগি রোগে আক্রান্ত হলে পানি থেকে উঠতে পারেনি। সেখানেই তলিয়ে যায়। কিছু সময় পর তার মৃতদেহ পানিতে ভাসতে দেখে লোকজন।

ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক নাসির আহমেদ জানান, সংবাদ পেয়ে মৃতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ