ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

চাঁদপুরের ফরিদগঞ্জে বৃধবার দিবাগত গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। উপজেলার মানিকরাজ এলাকার রুহুল আমিনের বসতঘরে বুধবার দিবাগত রাত সাড়ে ১২ ঘটিকার সময় এ অগ্নীকাণ্ডের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, ঘন্টা ব্যাপী স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ওই বসতঘরটি ও সকল আসবাবপত্রসহ প্রায় ৪ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে । এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে কিভাবে অগ্নীকাণ্ডের ঘটনা ঘটেছে তা নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন জানান, অগ্নীকাণ্ডের খবর পেয়ে ঘটনার স্থান পরিদর্শন করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ