ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের ধানুয়ায় ছেলের হাতে মা খুন

বাম দিকে আটক ছেলে বাহাউদ্দিন। পাশে মৃত ছালেহা বেগম।

চাঁদপুর জেলার ফরিদগঞ্জের ধানুয়ায় ছেলের হাতে মা খুন হওয়ার ঘটনা ঘটেছে। ২৩ জুলাই ফরিদগঞ্জের পূর্ব ধানুয়ার মিজি বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত খালেক মিজির স্ত্রী সালেহা বেগম (৮০) প্রতিদিনের মতো রাতে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক ২ টার সময় তার ছেলে বাহাউদ্দিন (৪৫) ঘরে ঢুকে মাকে ডাকা ডাকি দিয়ে চিৎকার চেচামেচি করতে থাকে। মা ঘুম থেকে উঠে ছেলেকে শান্ত করার চেষ্টা করে। একপর্যায়ে উভয়ের মধ্যে তুচ্ছ ঘটনাকে নিয়ে তর্কা তর্কি শুরু হয়। পরে ছেলে বাহাউদ্দিন উত্তেজিত ও ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা মোটা লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করে এবং চোখে আঙুল ঢুকিয়ে দেয়। এতে মা ছালেহা বেগম গুরুতর আহত।

ছালেহা বেগমের আত্মচিৎকারে এলাকাবাসী ছুটে এসে রক্তাক্ত অবস্থায় সাথে সাথেই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার ছালেহা বেগমকে দেখে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় সদ্য দায়িত্ব প্রাপ্ত এস.আই জাকারিয়া বলেন, আমাদের ধারনা মৃত ছালেহার ছেলে বাহার মিজি মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছে। সে বিয়েও করেছিল। কিন্তু তার পাগলামির কারনে তার স্ত্রী তাকে ছেরে চলে যায়। মৃত ছালেহার তিন ছেলে চার মেয়ে। এদের মধ্যে বাহার মিজি দ্বিতীয় ছেলে। অপরদিকে স্থানীয়রা বলেন, সে কিভাবে পাগল হয়। সে তো স্বাভাবিকভাবেই চলাফেরা করছে প্রতিদিন। কিন্তু এখন তাকে পাগল বলে বিষয়টি অন্য দিকে মোড় দেওয়ার চেষ্টা চলছে।

https://web.facebook.com/matlab.protidin.5/

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ