ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ফরিদগঞ্জের আবুল কাশেম কন্ট্রাক্টর আর বেঁচে নেই

ফরিদগঞ্জে সর্বমহলে জনপ্রিয় রাজনীতিবিদ আওয়ামী লীগ নেতা আবুল কাশেম কন্ট্রাক্টর পরপারে পাড়ি জমালেন। তিনি গতকাল বিকেলে উপজেলা সদরস্থ কাছিয়াড়া গ্রামে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি—-রাজেউন)। মরহুম আবুল কাশেম কন্ট্রাক্টর দীর্ঘদিন ধরে ডায়াবেটিস ও কিডনি সমস্যা জনিত রোগে ভুগছিলেন।

তিনি চাঁদপুর জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ছাড়াও ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালনকালে রাজনীতিতে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো প্রায় ৬৫ বছর। তিনি স্ত্রী, ১ পুত্র ও ২ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের প্রথম জানাজার নামাজ আজ সোমবার সকাল ১১টায় উপজেলা সদরের ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসা মাঠে ও ২য় জানাজা দুপুর ১২টায় তার গ্রামের বাড়ি উপজেলার পশ্চিম সাফুয়ার ঈদগাহে অনুষ্ঠিত হবে বলে পারিবারিক সূত্র নিশ্চিত করে। এলাকায় জানাজার নামাজের সময়সূচি ঘোষণা দিয়ে মাইকিং করা হয়েছে।

সর্বশেষ - ফরিদগঞ্জ

জনপ্রিয় - ফরিদগঞ্জ