স্টাফ রিপোর্টার ॥ মতলব দক্ষিণ উপজেলা পূজা পরিষদ ও হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ নেতা বাদল নন্দীর পিতা, মতলব বাজারের বিশিষ্ট ব্যবসায়ী প্রয়াত জগদীশ নন্দীর পরিবারকে গভীর সমবেদনা জ্ঞাপনপূর্বক প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ। ১৯ জানুয়ারি বুধবার দুপুরে জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক রোটাঃ তমাল কুমার ঘোষের নেতৃত্বে পূজা উদ্যাপন পরিষদ নেতৃবৃন্দ প্রয়াত জগদীশ নন্দীর মতলবস্থ কলাদী গ্রামের গগন কুটির নন্দীবাড়িতে যান এবং প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনাপূর্বক তার পরিবার পরিজনকে সান্ত্বনা প্রদান করেন। পরিবারটি যাতে এ শোক কাটিয়ে উঠতে পারেন এজন্যে ঈশ্বরের কাছে প্রার্থনা জানান। জগদীশ নন্দী গত ৩ জানুয়ারি ২ পুত্র ২ কন্যা-সন্তানসহ বহু গুণগ্রাহী রেখে সকলের মায়া মমতা ত্যাগ করে পরলোকগমন করেন। গত ১৭ জানুয়ারি তার বাসভবনে তার পুত্রদ্বয় পিতার আত্মার শান্তি কামনায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন করেন। গতকাল তারই মঙ্গলার্থে অনুষ্ঠিত হয় আপ্যায়ন পর্ব। আপ্যায়ন পর্বে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা নির্মল গোস্বামী, মতলব দক্ষিণ পৌরসভার মেয়র মোঃ আওলাদ হোসেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ লিয়াকত প্রধান, চাঁদপুর জেলা যুবলীগের যুগ্ম সিনিয়র আহ্বায়ক সালাউদ্দিন মোহাম্মদ বাবর, যুগ্ম আহ্বায়ক আবু পাটওয়ারী, মাহফুজুর রহমান টুটুল, মোহাম্মদ আলী মাঝি, ঝন্টু দাস, জেলা পূজা উদ্যাপন পরিষদ নেতা পরেশ মালাকার, গোপাল সাহা, গনেশ ভৌমিক, কিশোর কুমার শংকর, সুজন সরকার, লিটন মজুমদার, রনজিত সাহা মুন্না, প্রবীর পোদ্দার, চন্দন সাহাসহ বিভিন্ন শ্রেণী পেশার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।