ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পাগল চাঁদের মেলা ইউপি চেয়ারম্যানের পরিদর্শন

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নে তিতারকান্দি গ্রামের উত্তরপাড়ায় প্রতিবছরের ন্যায় পৌষ সংক্রান্তিতে পাগল চাঁদের মেলা ১৫ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এ মেলা বিকেলে পরিদর্শন করেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সাখাওয়াত হোসেন সরকার মুকুল। তিনি পরিদর্শনকালে মেলায় আগত ভক্তবৃন্দ ও মেলা কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন ইসলামাবাদ ইউনিয়ন পরিষদের ১নং ওয়ার্ডের সদস্য নিপেন্দ্র চন্দ্র দাস, ২নং ওয়ার্ডের সদস্য রঞ্জিত প্রধান, সংরক্ষিত মহিলা সদস্য মুক্তা বণিক, ৩নং ওয়ার্ডের মেম্বার ফয়েজ সরকার, ইসলামাবাদ ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক এসএম বাবুল, পাগল চাঁদ মন্দিরের সেবায়েত দুলাল সরকার ও সুব্রত সরকারসহ মন্দিরের ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর