নোয়াখালী শহীদ ভুলু স্টেডিয়ামে নোয়াখালী ক্রিকেট একাডেমির সাথে ২২৮ রানের বিশাল জয়ের ব্যবধানে জয়ী হয়েছে চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমী।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে বিসিবি একাডেমিক কাপ ক্রিকেটের পরবর্তী খেলার সুযোগ পেল ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমি। ক্লেমন একাডেমির জয়ী ম্যাচে দলের পক্ষে ১৪৯ বলে ১১৫ রান করেন সহ অধিনায়ক তারেকু রহমান।
বুধবারের ম্যাচে টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চাঁদপুর ক্লেমন ক্রিকেট একাডেমী। তারা নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮৭ রান করেন। দলের পক্ষে ব্যাট হাতে আশিক ৬১ রান করেন ও ফরহাদ ইমন ২৬ রান করেন।
নোয়াখালী ক্রিকেট অ্যাক্যাডেমি ২৮৮ রানের জয়ের টার্গেট নিয়ে খেলতে নামেন। তারা ২০ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৫৯ রান করেন। চাঁদপুরের পক্ষে বল হাতে সিয়াম ৩ রানে ৩ উইকেট নেন।