৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংঘটিত সহিংসতায় মীর হোসেন হত্যা মামলায় নিরীহ মানুষ যাতে হয়রানি না হয় সে প্রসঙ্গে হাইমচর উপজেলার ১ নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী হাইমচর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন।
রবিবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৫ টায় হাইমচর প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোঃ খুরশিদ আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন এর পরিচালনয়, সংবাদ সম্মেলনে ১নং গাজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান গাজী বলেন, আমি জনগনের ভোটে নির্বাচিত চেয়ারম্যান। জনগণের সুখ-দুঃখ ও বিপদ – আপদে জনগনের পাশে থাকার দায়িত্ব আমার। চেয়ারম্যান থাকাকালীন সময়ে আমার জনগনের অযথা হয়রানি করা কোন মতে মেনে নিতে পারছি না। তাই আজ প্রেসক্লাবে সাংবাদিকদের মাধ্যমে আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। ৪ নং নীলকমল ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় ১জনের মৃত্যু কে কেন্দ্র করে যদি আমার ইউনিয়নে সত্যিকারে কোন অপরাধী থেকে থাকে তবে আমি তাদেরকে আইনের কাছে সোপাদ্য করতে সার্বিক সহায়তা করবো। কিন্তু আসল অপরাধী কে না ধরে নিরপরাধ লোকজনকে হয়রানি না করার জন্য মিডিয়া মাধ্যমে প্রশাসনের সার্বিক সহায়তা কামনা করছি।
সংবাদ সম্মেলনে হাইমচর প্রেসক্লাবে সিনিয়র সহ সভাপতি আঃ রহমান, সহ সভাপতি মোঃ ইসমাইল সাংগঠনিক সম্পাদক মোঃ সালাউদ্দিন মাস্টার, প্রচার সম্পাদক শাহ আলম মিজি, ১নং গাজীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড মেম্বার নুরু মৃধা, ৪ নং ওয়ার্ড মেম্বার খাজা আহমদ তালুকদার, ৫ নং ওয়ার্ড মেম্বার শাহ আলম গাজী, ৬ নং ওয়ার্ড মেম্বার হাবিবুর রহমান রাড়ি, ৭ নং ওয়ার্ড মেম্বার রাম কৃষ্ণ সরকার, মহিলা মেম্বার ফাতেমা বেগম, ১নং গাজীপুর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি রাজ্জাক ঢালী, ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হান্নান মহিসাল, ওয়ার্ড আওয়ামীলীগ নেতা মালেক গাজী সহ হাইমচর প্রেসক্লাবের সকল সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।