স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নে অবস্থিত নায়েরগাঁও বাজারসহ বিভিন্ন গ্রামে অনুমোদন ছাড়াই অপরিকল্পিতভাবে ভবন নির্মাণ হচ্ছে। যেন দেখার মতো কেউ নেই। নায়েরগাঁও বাজারের উত্তর বাজারের মসজিদ রোডে এলাকার মোঃ ইলিয়াছ, মোঃ সোলেমান, মোঃ শাহজাহান ও মোঃ আল-আমিন তাদের পুরাতন একতলা ভবনের মধ্যে তিনতলা ফাউন্ডেশন নিয়ে কাজ করছে। ভবনটির দুইপাশের রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী ও বাজারে আসা ক্রেতা-বিক্রেতাগণ চলাচল করে। যার কোন অনুমোদন নেই বলে জানান প্রতিবেশীরা। কাজ চলমান অবস্থায় ভবনের ১২টি স্থানে কলাম ফেটে গেছে। ঘটনাটি চারদিকের লোকজন ও প্রতিবেশীরা জানতে পেরে ভবন মালিককে ভবন নির্মাণে বাধা প্রদান করে। সেই বাধা উপেক্ষা করে মোঃ ইলিয়াস ও সলেমান গংরা ভবন নির্মাণের কাজ অব্যাহত রেখেছে। এ ভবনের পাশে ৫/৭টি পরিবার বসবাস করছে। তারা প্রত্যেকেই বসবাসের ঝুকিপূর্ণ। বসবাসকারী মোঃ হোসেন ঢালী ও মোঃ শামীম সওদাগরসহ বেশ কয়েকজন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদেরকে অবহিত করে। হোসেন ঢালী ও শামীম সওদাগর জানান ভবনটি খুবই ঝূকিপূর্ণ যে কোনো মূহুর্তে দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এ থেকে রক্ষা পেতে চাই। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আব্দুল আল-মামুন-এর সাথে এ ব্যাপারে মুঠেফোনে জানতে চাইলে তিনি জানান, ভবন নির্মাণের বিষয়ে আমি কিছুই জানি না। তবে ভবন নির্মাণ করতে হলে সরকারের অনুমোদন লাগে। অনুমোদন ছাড়া কোনো অবস্থাতেই ভবন নির্মাণ করা যাবে না। নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মোয়াজ্জেম হোসেনের সাথে এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন, সরকারি অনুমোদন ছাড়া ভবন নির্মাণ করা যাবে না। অনুমোদন ব্যতীত কেউ ভবন নির্মাণ করলে ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে সরজমিনে গিয়ে দেখে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবো।