ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মে পুনরায় তদন্ত

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের প্রেক্ষিতে অভিযোগ করেছেন বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি প্রার্থী কবির বেপারী। কমিটি গঠনের অনিয়মের বিষয়ে কবির বেপারী বাদী হয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড কুমিল্লার বরাবরে অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু তদন্তের জন্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম খানকে দায়িত্ব প্রদান করলে তিনি ২২ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় বিদ্যালয়ে উপস্থিত হয়ে উভয় পক্ষের উপস্থিতিতে তদন্ত কার্যক্রম শুরু করেন। তদন্তে উভয় পক্ষের বক্তব্য শুনেন। তদন্তকারী কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুর রহিম খান বলেন, ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের অনিয়মের অভিযোগ এনে অভিভাবক প্রতিনিধি প্রার্থী কবির বেপারীর লিখিত অভিযোগের প্রেক্ষিতে এ তদন্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা আব্দুর রহিম খান জানান, উভয় পক্ষের বক্তব্য শুনেছি। তদন্ত রিপোর্ট অচিরেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লার বরাবরে প্রেরণ করা হবে।
বিদ্যালয় চত্বরে সরেজমিনে ঘুরে এলাকাবাসী ও অভিভাবকদের সূত্রে জানা যায়, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনের কোনো প্রকার প্রচার-প্রচারণা ছাড়াই তফসিল ঘোষণা, খসড়া ভোটার তালিকায় অনিয়ম, সংরক্ষিত মহিলা সদস্য পদে সদস্য না নেয়া, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম রাজার দায়িত্বহীনতা বিভিন্ন অনিয়ম রয়েছে। এছাড়া ১৮ নভেম্বর নির্বাচন ও ২৩ নভেম্বর সভাপতি পদে নির্বাচন কোনো প্রকার প্রচারনা ছাড়াই কাগজে-কলমে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রিজাইটিং অফিসার ও সহকারী পল্লী উন্নয়ন অফিসার সম্পন্ন করেছেন বলে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবকরা জানিয়েছেন। বিদ্যালয়ের অভিভাবকরা অভিভাবক প্রতিনিধি প্রার্থী কবির বেপারী অভিযোগটি সত্য। এ অভিযোগটি যাচাই-বাচাই করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিদ্যালয়ের নতুন কমিটি গঠনের দাবি করেছেন।

 

সর্বশেষ - শিক্ষা

জনপ্রিয় - শিক্ষা