ঢাকা, মঙ্গলবার, ২৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ

স্টাফ রিপোর্টার : চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় উপাদী দক্ষিণ ইউনিয়নের ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম রাজার বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করেছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র মোঃ আবুল কালাম পাটওয়ারী। অভিযোগ পত্রটি জেলা প্রশাসক চাঁদপুর, উপজেলা নির্বাহী অফিসার মতলব দক্ষিণ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মতলব দক্ষিণসহ বিভিন্ন দপ্তরে প্রেরণ করেছেন। তিনি অভিযোগপত্রে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম রাজা ম্যানেজিং কমিটির কয়েকজন সদস্যের যোগসাজশে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি, নিজের ইচ্ছামতো বিল ভাউচার তৈরি, কর্মচারি নিয়োগে অনিয়ম, নিয়মিত স্কুলে না আসা, ক্লাসের শিক্ষার্থীদের অনিয়মত পাঠদানসহ বিদ্যালয়ের অর্থ আত্মসাতের অভিযোগ এনেছেন। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাজার সাথে মুঠোফোনে এ বিষয়ে জানতে চাইলে তিনি সঠিক জবাব না দিয়ে এড়িয়ে যান। আবুল কালাম পাটওয়ারী বলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নজরুল ইসলাম রাজার দায়িত্ব অবহেলা ও অনিয়মের কারণে শিক্ষার পরিবেশ বিঘ্নিত হচ্ছে। এতে করে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। সম্প্রতি সময়ে অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন অনিয়ম হয়েছে।

সর্বশেষ - মতলব দক্ষিণ

জনপ্রিয় - মতলব দক্ষিণ