ঢাকা, সোমবার, ২৮শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিএনপি বিক্ষোভ সমাবেশ

স্টাফ রিপোর্টার : চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে মতলব উত্তর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। ৫ মার্চ শনিবার উপজেলার এনায়েত নগর সাহেববাজারে বেলা ১১টায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইব্রাহিম কাজী জুয়েল। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি তোফায়েল পাটওয়ারী, উপজেলা যুদলের আহ্বায়ক খায়রুল হাসান বেনু, যুবদল নেতা নুরুল হক ফয়েজী, আসিনুর রহমান, হানিফ উদ্দিন। সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল হক জিতু। এ সময় উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ-সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - মতলব উত্তর

জনপ্রিয় - মতলব উত্তর